ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বগুড়ায় সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬ ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন বনানী এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে বিশ্ব ইজতেমা ফেরত ৪ মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ মুসল্লি।



আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার দিনগত রাত (১৮ জানুয়ারি) পৌনে ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গা উপজেলার মৃত দরবেশ আলীর ছেলে হাবিবুর রহমান (৬০), একই এলাকার মৃত নিতু প্রামাণিকের ছেলে ইন্তাজ আলী (৫৫), মৃত রাজবগের ছেলে মোহাম্মদ আশরাফুল (৫৫) ও মৃত পিয়ার আলীর ছেলে তছলিম উদ্দিন (৬৫)।

আহতরা হলেন-একই জেলার গোলাম রব্বানী (৫০), তাজউদ্দিন ৫০), রুহুল আমিন (৩৫), ফারাজুল (৫০), হারুন-অর রশিদ (৫০), দবির উদ্দিন (৫৫), তমিজ উদ্দিন (৬০), মোহাম্মদ বাবু (২০), হাফিজুল (৪৫), গিয়াস উদ্দিন (৬০), রফিকুল (৫৫), হামিক (৪০), মজিবুর (৪৫), ছামছুল (৬৫), কাদের (৪০) ও তফিজুল (৫৫)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে রিজার্ভ করা বাসে (জোয়ানা পরিবহন/ঢাকা মেট্রো-ব-১৪-৭২৪২) বাড়ি ফিরছিলেন তারা। রাত পৌনে ২টার দিকে বাসটি বনানী এলাকায় পৌঁছলে শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ২০ যাত্রী আহত হন।

বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বাস চালক বাসটি শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান, ইন্তাজ আলী, মোহাম্মদ আশরাফুল ও তছলিম উদ্দিনের মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে বগুড়া শজিমেক মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, আহতদের অধিকাংশই আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ০৯৪১  ঘণ্টা, জানুয়ারি ১৯,  ২০১৫/আপডেট:১২২০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।