সিলেট: সড়ক সংস্কারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১৮ জানুয়ারি) দুই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ২০টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট নগরীর আম্বরখানা থেকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-ভাটরাই মানববন্ধন কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে প্রতিবাদস্বরূপ চালকরাও স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ওই সড়কে যান চলাচল বন্ধ রাখেন।
সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কারের একদফা দাবিতে ওই সড়কের ধোপাগুল, বর্ণি, তেলিখাল, টুকেরবাজার, তৈমুরনগর, চকবাজার, পাড়ুয়া, ভোলাগঞ্জ, কলাবাড়ি দয়ারবাজার, ভাটরাই এলাকাসহ বিশটি স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে ওই সড়কে সংস্কার কাজ শুরু না হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। সেই সঙ্গে পাথর পরিহবহন বন্ধসহ কোম্পানীগঞ্জকে অচল করে দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট-ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক সংস্কার আন্দোলনের আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীর, ক্যাপ্টেন (অব.) পরিক্ষিত সিংহ, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কলমদর আলী, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানী কারক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ার হোসাইন, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, সাবেক সভাপতি নিয়াজ উল্লাহ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, যুগ্মসম্পাদক আবিদুর রহমান, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, আম্বরখানা ব্যবসায়ী সমিতির নেতা গুলজার আহমদ, আওয়ামী লীগ নেতা রঞ্জিত দেবনাথ ময়না, ছাত্রনেতা আনোয়ার হোসেন, উমর ফারুক, আমিরুল হক, রূপক চন্দ্র দাস, কাজী জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, তোফায়েল আহমদ, রাসেল মাহমুদ, প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫