খুলনা: খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ ও অনলাইন নিউজ পোর্টাল খুলনানিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ফটো সাংবাদিক কাজী শান্ত’র পিতা কাজী মাসুদুর রহমান (টগর কাজী) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে----রাজিউন)।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সগনীর হাজী মেহের আলী সড়কের নিজ বাস ভবনে তিনি স্ট্রোক করায় হাসপাতালের নিবীড় পর্যাবেক্ষণে রাখা হয়েছিল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন কাজী মাসুদুর রহমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নগরীর তারেরপুকুর মোড়স্থ আল হেরা জামে মসজিদে সোমবার বাদ আসর নামাজে জানাজা শেষে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময় : ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫