ঢাকা: রাজনীতির মঞ্চে সচল, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আবারো মঞ্চের নাটকে অভিনয়ের একান্ত ইচ্ছার কথা ব্যক্ত করলেন। বলেছেন, বিশেষ একটি নাটকে অভিনয়ের জন্য তিনি অপেক্ষায় আছেন!
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে কি মন্ত্রী আসাদুজ্জামান নূর রাজনীতির মঞ্চে হাঁপিয়ে উঠেছেন।
বিষয়টি স্পষ্ট করা যাক। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় নন্দিত নাট্যকার-অভিনেতা মমতাজউদ্দিন আহমেদের ৮০তম জন্মজয়ন্তীতে এসে তারই লেখা সর্বশেষ নাটকে অভিনয় করার আগ্রহ, অপেক্ষার কথা জানালেন মন্ত্রী।
মমতাজউদ্দিন আহমেদকে ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘স্যার (মমতাজউদ্দিন আহমেদ) কখন যে আমার স্যার হয়ে উঠেছেন জানি না। এখন তো উনার ডাক নামই হয়ে উঠেছে স্যার। কিন্তু তিনি আসলেই স্যার। শ্রেণিকক্ষে বসে সরাসরি পাঠ শিক্ষা না নিলেও জীবনের অনেক শিক্ষাই আমরা উনার কাছ থেকে নিয়েছি’।
মন্ত্রী বলেন, ‘মমতাজউদ্দিন আহমেদ যে মূল্যবোধ, আদর্শে বিশ্বাস করেন, তার এই দীর্ঘ আশি বছরে সে মূল্যবোধ, আদর্শ থেকে কোনো দিন এক চুলও নড়েন নি’।
এরপরই আসাদুজ্জামান নূর মমতাজউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার শুনেছি আপনি একটি নাটক লিখছেন। লেখা শেষ হয়েছে কি না জানি না। আমি যতটুকু জানতে পেরেছি, আপনি চান আমি যেন এই নাটকে অভিনয় করি। স্যার, আপনার এই নাটকে অভিনয়ের জন্য আমি অপেক্ষায় আছি’।
মমতাজউদ্দিন আহমদ জন্মজয়ন্তী উদযাপন কমিটির এ জন্মজয়ন্তীর আয়োজন করে। এ কমিটির সদস্য সচিব নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার অনুষ্ঠানেরও সভাপতিত্ব করেন। জন্মজয়ন্তী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হক।
অনুষ্ঠানের শুরুতেই স্পন্দন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে’ গানের সাথে নেচে ফুল ছিটিয়ে নন্দিত এ শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে নাট্যব্যক্তিত্ব আফরোজা বানু মমতাজউদ্দিনকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন।
এরপরই শুরু হয় শিল্পী-সহযোদ্ধা-সহকর্মীদের স্মৃতিচারণ, হাস্যরস। একে একে স্মৃতিচারণ করেন, সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব ফেরদৌসি মজুমদার, শিল্প নির্দেশক কেরামত মওলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাংবাদিক-সম্পাদক আবেদ খান, সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শেষ ভাগে মমতাজউদ্দিন আহমেদের সর্বশেষ লেখা ‘বোলনের বউ’ নাটক সংক্ষিপ্ত পরিবেশন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে জন্মজয়ন্তী অনুষ্ঠান চলে রাত পৌনে ১০টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫