সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার ধামাইনগর বাজারের পশ্চিম পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল ইসলাম রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে স্থানীয়রা উপজেলার ধামাইনগর বাজারের পশ্চিম পাশে হাফিজুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা ভোরে হাফিজুলের গলা কেটে হত্যার পর মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে ধানগড়া ব্রিজের কাছ থেকে তার ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস হত্যার ঘটনা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫