রংপুর: জেলার মিঠাপুকুরের দমদমা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিবিরের ‘বোমারু মিন্টু’ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে মিঠাপুকুর থানার গয়েন্দা পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত জানান।
তিনি বাংলানিউজকে বলেন, দমদমা এলাকার কুখ্যাত শিবির নেতা ‘বোমারু মিন্টু’ গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫