ঢাকা: ঢাবির হল থেকে ৮৪৫ পিস ইয়াবাসহ রাসেল নামে ছাত্রকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। রাসেল দীর্ঘদিন ধরে মহসিন হলে থেকে ইয়াবা ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে মহসিন হলের ২১৫ নম্বর রুমে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিল হোসেন।
রাসেল বর্তমানে শাহবাগ থানায় আটক রয়েছেন। তিনি ঢাবির সংস্কৃত বিভাগের শিক্ষার্থী।
এর আগেও আশুলিয়াতে ইয়াবাসহ ধরা পড়ে জেল খেটেছিল রাসেল।
গত ডিসেম্বরেও মহসিন হল থেকে বিপুল ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫