ঝিনাইদহ: ঝিনাদহের কোটচাঁদপুর উপজেলার মোহনপুর এলাকা থেকে নাছির উদ্দিন মণ্ডল (৫০) নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক সদস্যের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাছির উদ্দিন কোটচাঁদপুর উপজেলার কালিনা গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে নাছির মণ্ডলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নাছিরের বিরুদ্ধে হত্যা, গুম, অস্ত্র ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। দলীয় কোন্দলের জের ধরে তিনি খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নিহতের ভাতিজা ওহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে সাদা পোষাকধারী কয়েকজন লোক এসে চাচাকে ডেকে নিয়ে যায়। তারাই চাচাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫