ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কমলো হজের নিবন্ধন ফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
কমলো হজের নিবন্ধন ফি

ঢাকা: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীরা পূর্ব ঘোষিত টাকার এক তৃতীয়াংশ পরিশোধ করেই এখন নিবন্ধন করতে পারবেন।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে হজযাত্রীদের নিবন্ধন ফি পুনঃনির্ধারণ প্রস্তাব অনুমোদন করে হজযাত্রীদের জন্য এ সুযোগ সৃষ্টি করা হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের জানান, নিবন্ধন ফি পুননির্ধারণ প্রস্তাব অনুমোদন করায় এখন সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ১ ও প্যাকেজ ২ এর হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা দিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে পারবেন। বাকি টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা দিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে পারবেন। অবশিষ্ট টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিয়ে ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন ও অবশিষ্ট টাকা ১০ জুনের মধ্যে পরিশোধ করতে বলা হয়।
 
এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ হজ পালনে খরচ হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ হবে দুই লাখ ৯৬  হাজার ২০৬ টাকা। দুটি প্যাকেজেই কোরবানীর জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) নিতে হবে।

বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

** নিবন্ধন ছাড়া যুব সংগঠন করলে শাস্তি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।