ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বছরের প্রথম অধিবেশন, চলছে রাষ্ট্রপতির ভাষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বছরের প্রথম অধিবেশন, চলছে রাষ্ট্রপতির ভাষণ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

ঢাকা: নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।



অধিবেশনের শুরুতেই দশম সংসদের পঞ্চম এ অধিবেশনের জন্য প্যানেল সভাপতি ঘোষণা করেন স্পিকার। এরপর দেশের বিশিষ্ট নাগরিকদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এর পরপরই শুরু হয় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাষণ।

রাষ্ট্রপতি তার ভাষণে, দশম জাতীয় সংসদের এক বছরের কর্মকাণ্ড ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে, থাকবে আগামীর আহ্বান। রাষ্ট্রপতির ভাষণের পরপর সংসদ অধিবেশন একদিনের বিরতি ঘোষণা করবেন স্পিকার। এদিকে দশম জাতীয় সংসদের এই পঞ্চম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

সাংবিধানিক রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি এ ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।

পঞ্চম অধিবেশনের পরবর্তী কার্য দিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা চলবে। আর এতে অংশ নেবেন সংসদ নেতা, বিরোধীদলীয় নেতাসহ প্রায় সকল সংসদ সদস্য।

রাষ্ট্রপতির ভাষণরে ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হবে। এ কারণে অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিল ৩৬ কার্যদিবস।

এদিকে সোমবার অধিবেশনের শুরুতেই যোগ দিয়েছেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এছাড়া যোগ দিয়েছেন সরকারি দল ও বিরোধীদলের অধিকাংশ সদস্য।

সংসদ সচিবালয়ের আইন শাখার তথ্যমতে, সোমবার (১৯ জানুয়ারি) পর্যন্ত দুটি নতুন বিল এসেছে সংসদে। এছাড়াও ৪টি বিল অনিষ্পন্ন রয়েছে। পাস হওয়ার জন্য জমা হওয়া নতুন বিলগুলো হল- ফাইনালন্সিয়াল রিপোর্টিং বিল-২০১৪ ও ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৪।
 
এছাড়া অনিষ্পন্ন বিলগুলো হলো দ্যা ট্রেডিং করপোরেশন বাংলাদেশ অর্ডার (সংশোধন) বিল-২০১৪, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইন্সস্টিটিউশন বিল-২০১৪, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন বিল-২০১৪ এবং মেট্রোরেল বিল-২০১৪।

বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সর্বশেষ গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।

বিএনপি-জামায়াত জোট নির্বাচন বর্জনের ফলে প্রথম বারের মতো বিরোধীদলের আসনে জাতীয় পার্টি। যদিও শুরু থেকেই বিরোধীদলের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা চলে আসছে। এক সঙ্গে বিরোধীদল ও সরকারের মন্ত্রিসভার সদস্য হওয়ায় সমালোচনা দূর করতে পারছে না জাতীয় পার্টি।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

** গোবিন্দ হালদারসহ ১৪ বিশিষ্ট ব্যক্তির নামে শোক প্রস্তাব
** বছরের প্রথম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত
** বছরের প্রথম অধিবেশন বসছে বিকেলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।