ঢাকা: রাজধানীর চকবাজার পশ্চিম ইসলামবাগ তিন রাস্তার মোড় নামক স্থানে ককটেল বিস্ফোরণে চা বিক্রেতা আবদুস সালাম (৬৫) আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তার ছেলে আল-আমিন বাংলানিউজকে বলেন, আমার বাবা চকবাজার পশ্চিম ইসলামবাগে বাগান বাড়ি নামক স্থানে চা বিক্রি করেন। চা বিক্রির বিভিন্ন সরঞ্জাম কিনতে তিনি ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তদের ছুঁড়ে মারা ককটেলে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫