রাজশাহী: রাজশাহী মহানগরীর অদূরে মতিহারের কাপাশিয়া এলাকায় তুষবাহী ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ট্রাকটিতে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই ট্রাকে থাকা তুষ পুড়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে তুষবাহী ট্রাকটি রাজশাহী মহানগরীর দিক থেকে নাটোরের দিকে যাচ্ছিলো।
এ সময় হরতাল সমর্থনকারী ছাত্রদল-ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী তুষবাহী ট্রাক লক্ষ্য করে পেছনের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে মুহূর্তের মধ্যেই গোটা ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে।
তবে ট্রাকের চালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে নেমে প্রাণ বাঁচান। পরে খবর পেয়ে বিনোদপুর দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়েন্ত্রণে আনে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫