লালমনিরহাট: মুক্তিপণের এক লাখ টাকা না পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় উল্লাস(৬) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে পরিত্যক্ত একটি ভবন থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
শিশু উল্লাস হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের হলুদ ব্যবসায়ী নুরুজ্জামানের ছেলে। সে হাতীবান্ধা শিশু নিকেতনের ১ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, সোমবার বিকেল থেকে শিশু উল্লাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবার মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
মুক্তিপণের টাকা না দেওয়ায় কিছুক্ষণ পর আবারও ম্যাসেজের মাধ্যমে জানানো হয়- তার ছেলে উল্লাসকে হত্যা করে উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে তাদের ম্যাসেজের তথ্যমতে পরিত্যক্ত ভবন থেকে উল্লাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আ. মতিন সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় ৪ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫