ঢাকা: রাজধানীর আরামবাগে একটি চলন্ত বাসের চালকের মুখ লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোলভর্তি বোতল ছুঁড়লেও প্রায় অলৌকিকভাবে বেঁচে গেছেন রিপন হোসেন (২১) নামে ওই বাসচালক।
সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আরামবাগে নটরডেম কলেজের কাছে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ।
চালক রিপন বাংলানিউজকে জানান, তিনি রাজাসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক। রাতে মতিঝিল থেকে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দেন। নটরডেম কলেজ পার হওয়ার পরই আরামবাগ পুলিশ ফাঁড়ির সামনে কয়েকজন যাত্রী নামার পর গাড়ি চালানো শুরু করলে কে বা কারা তাকে লক্ষ্য করে পেট্রোলভর্তি বোতল ছুঁড়ে।
রিপন বলেন, আমার মুখে বোতল লেগে ভেঙে গিয়ে সারা শরীরে মিশে যায়। হয়তোবা বোতলে ম্যাচ মারতে দেরি করেছে, এ কারণে আমি আগুনের হাত থেকে বেঁচে গেছি।
রিপন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। বর্তমানে তিনি পুরনো ঢাকার গেণ্ডারিয়া থানার ধূপখোলা পীর সাহেবের গলিতে থাকেন।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫