ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দ্রুতগামী একটি প্রাইভেটকারচাপায় যাত্রীবাহী একটি সিএনজি-চালিত অটোরিকশা ধুমড়ে-মুচড়ে গেছে। এতে এর চালক ও তিন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত তিনজন হলেন- সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী ওয়াবদুল (২৫), অজ্ঞাতনামা যাত্রী (৫০) এবং অজ্ঞাতনামা সিএনজি চালক (৩২)। এছাড়া, আহত হয়েছেন যাত্রী আবু বকর সিদ্দিক (৩২)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি আটক করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫