শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কে পুলিশের ব্যাপক টহল থাকার পরও বগুড়ার শেরপুরে রাইচ ব্রান থেকে উৎপাদিত ড্রামভর্তি তেলবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ঘোগা হাটখোলা এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার এগ্রোফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান থেকে ড্রামভর্তি তেল নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জের উল্লপাড়ার উদ্দেশে রওনা দেয়।
পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে ড্রামভর্তি তেলবাহী ট্রাকটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম মোস্তফা কামাল বাংলানিউজকে ঘোগা হাটখোলা এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে ড্রামভর্তি তেলবাহী ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কে বা কারা আগুন দিয়েছে তা জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫