ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে টহলরত ২ গাড়ির সংঘর্ষে ৫ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সুন্দরগঞ্জে টহলরত ২ গাড়ির সংঘর্ষে ৫ পুলিশ আহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে টহলরত দু’টি গাড়ির সংঘর্ষে একজন উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে উপজেলার নিজপাড়া আনোয়ারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আহতরা হলেন-উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল, কনস্টেবল ধলু মিয়া, আতাউর রহমান, আবু বক্কর সিদ্দিক ও রাসেল মিয়া।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, টানা অবরোধে নাশকতা রোধে একটি পুলিশ পিকআপ ও অপর একটি ভাড়া করা গাড়িতে করে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে দায়িত্ব পালন করছিলেন এসআইসহ আট পুলিশ সদস্য।

এসময় নিজপাড়া আনোয়ারের মোড় এলাকায় ভাড়া করা গাড়িটি পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই গাড়িতে থাকা পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হন। বাকি তিন জন বড় কোনো আঘাত পাননি।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।