ঢাকা: রাজধানীর বনানী এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারটির চালক সামান্য আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে বনানী-কাকলী মোড়ের কাছে ১১ নম্বর সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা থেকে মহাখালীগামী দ্রুতগামী মাইক্রোবাসটি বনানী ১১ নং সড়কের মাথায় পৌঁছালে পার্শ্ব সড়ক থেকে ছুটে আসা প্রাইভেটকারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় এবং পুরোপুরি ভস্মিভূত যায়। এছাড়া, নাকে আঘাত পান প্রাইভেটকারচালক সোহেল।
দুর্ঘটনার পরপরই গাড়িটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাইক্রোবাসচালক মনিরুলকে উদ্ধার করেন। আর আগুন নিয়ন্ত্রণে নিকটস্থ ফায়ার সার্ভিসে একটি ইউনিট কাজ করে।
বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানিয়েছেন, মাইক্রোবাসটি জব্ধ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫