ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জুম্মন লুসাইয়ের মরদেহ সিওমেক হিমাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
জুম্মন লুসাইয়ের মরদেহ সিওমেক হিমাগারে

সিলেট: আশির দশকের মাঠ কাঁপানো হকি তারকা জুম্মন লুসাইয়ের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজর (সিওমেক) হিমাগারে রাখা হয়েছে।

তার স্ত্রী ও সন্তান ভারত থেকে সিলেট আসার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজার জেলার বড়লেখায় লুসাইয়ের গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এর আগে, ওইদিন সকালে সিলেট জেলা স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা নিবেদন করারও কথা রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিওমেকে এসে পৌঁছায়। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মর্গের বারান্দায় রাখা হয় প্রয়াত এই হকি তারকার মরদেহের কফিন।

সেখানে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্বজনদের লাশ দেখানোর পরে বাইবেল পাঠসহ ধর্মীয় আচার সম্পন্ন করে তার লাশ হিমাগারে রাখা হয়।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাংলানিউজকে জানান, জুম্মনের স্ত্রী ও তিন ছেলে ভারতের মিজোরামে আছেন। তারা বৃহস্পতিবার সিলেটে এসে পৌঁছুবেন। ওই দিন মরদেহ সিলেট জেলা স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর মৌলভীবাজার জেলার বড়লেখায় জুম্মনের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

মরদেহ হিমাগারে রাখার সময় জুম্মন লুসাইয়ের বোন মাম্মি লুসাই, ছোট ভাই জুবেল লুসাই, ভাগনিরা ছাড়াও সিলেট জেলা ক্রীড়া সংস্থার হকি সম্পাদক সুনু মিয়া, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মাহি আহমদ সেলিম, ফুটবল রেফারি হাসান আলী বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) হঠাৎ বমি করার পর অজ্ঞান হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয় জুম্মনকে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ জানুয়ারি) না ফেরার দেশে চলে বাংলাদেশের সাবেক এ হকি তারকা।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।