ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম- নূরুজ্জামান জনি বলে জানিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, নিহতের নাম নূরুজ্জামান জনি। সে ছাত্রদলের সেক্রেটারি বলে জনশ্রুতি রয়েছে।
নিহতের বাবা ইয়াকুব আলী জানান, ছোট ভাই মনিরুজ্জামানকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায় সে। সেখানে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে (নূরুজ্জামান জনি) ধরে নিয়ে যায়।
ছেলেকে থানা ছাত্রদলের সেক্রেটারি দাবি করে ইয়াকুব আলী বলেন, সে গোড়ান শান্তিপুর এলাকায় বসবাস করতো।
সোমবার (১৯ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৩টার দিকে খিলগাঁও জোড়াপুকুর মাঠে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয় নূরুজ্জামান জনি। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৪টার কিছুক্ষণ আগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪