ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের শুয়াশাহ ফকিরের মাজার এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রথম ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্ত হাট বসছে।
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, ভারতের বাণিজ্যমন্ত্রী শ্রীমতি নির্মলা সিতারাম ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত মঙ্গলবার ফলক উন্মোচনের মাধ্যমে ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্ত হাট উদ্বোধন করেন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতি সপ্তাহের মঙ্গলবার (এপ্রিল-অক্টোবর দুপুর ২টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং নভেম্বর-মার্চ দুপুর ১টা- বিকেল ৫টা পর্যন্ত) চার ঘণ্টা সীমান্ত হাট বসবে।
সীমান্ত হাটের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী লোকজন এই হাটে কেনাকাটা করবেন। প্রত্যেক ক্রেতা সর্বোচ্চ ১০০ ডলার সমপরিমাণ মূল্যের মালামাল ক্রয় করতে পারবেন। ক্রেতা-বিক্রেতাকে ছবিযুক্ত পরিচয়পত্র দেওয়া হবে।
অবশ্য, এ সীমান্ত হাটে ভারত থেকে ফেনসিডিলসহ নানা রকম মাদক আসার শঙ্কার কথা জানিয়ে এ ব্যাপারে উভয় দেশের প্রশাসনকে কঠোরভাবে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহবান জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫