সাভার (ঢাকা): সাভারে গরীব ও দুঃস্থ বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেছে সাভার থানা পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের উপস্থিতিতে সাভার মডেল থানায় এ কম্বল বিতরণ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অপারেশন অফিসার সোয়েব আলী মোল্লা।
জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের উদ্যোগের ফলে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা সম্ভব হয়েছে বলে জানান মোতালেব মিয়া।
বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫