খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের কলেজগেইট এলাকা থেকে ২শ’ গ্রাম হেরোইন ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ওই এলাকার সাজু নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।
বাহাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধংস করা হবে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মাদক ব্যবসায়ী সাজু অন্য এক মামলায় বর্তমানে জেল খাটছেন।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫