গাজীপুর: জেলার কালিয়াকৈরে অপহরণের পাঁচদিন পর মোস্তফা কামাল (৮) নামে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে মোস্তফা কামালের মৃতদেহ উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সদস্যরা জনৈক জাকির হোসেনের কলোনীর একটি ঘরের সিলিংয়ের উপর থেকে বস্তাবন্দি শিশুর মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রুবেল হোসেন (২২), মনসুর আলী মাতব্বর(৫৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও বেবী (৪০) নামে চারজনকে আটক করে র্যাব।
র্যাব-১-এর লেফট্যানেন্ট কমান্ডার শোয়াইব জানান, সফিপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও করনী কম্পোজিট মিলের স্যাম্পলম্যান জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা কামাল ১৪ জানুয়ারি অপহরণ হয়। অপহরণকারীরা মোবাইল ফোনে শিশুটির মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করলে জয়নাল আবেদীন কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি নং-৫১২) করেন। পরবর্তীতে র্যাব-১ সদস্যরা অপহরণকারী রুবেলের মোবাইল ট্র্যাকিং করে তাকে আটক করেন। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে অন্য তিনজনকে আটক করা হয়।
মোস্তফা কামাল স্থানীয় দারুল আরকাম মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এদিকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলা নয়নপুরে এক কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরী গৃহবধুর নাম পুষ্প আক্তার (১৬)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির এ তথ্য জানান।
বাংলাদেশ সময় : ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫