ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শান্তিরক্ষী মিশনের ৪০ শতাংশ সেনাই যাচ্ছেন এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে পিস অপারেশনসে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এশিয়া অঞ্চলের স্বতন্ত্র প্যানেল পরামর্শক সেশনের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন নোবেল বিজয়ী জোসে রামোস হোর্তা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল বেলাল।
দু’দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, কোরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম অংশ নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ এলাকায় শান্তিপ্রতিষ্ঠায় তৎপর রয়েছে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের সেনারা। শান্তিরক্ষী বাহিনীর প্রতিনিয়ত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কাজ করছে বাংলাদেশ। একটি টেকসই শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
আবুল হাসান বলেন, শান্তিরক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বাংলাদেশে পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
নোবেল বিজয়ী জোসে রামোস হোর্তা টেকসই শান্তির কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন, কিভাবে আমরা নারী ও শিশুদের রক্ষা করতে পারি তা সবার আগে প্রাধান্য দিতে হবে।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫