ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় ট্রলার ইঞ্জিনে চাদর পেঁচিয়ে ছোটন মাঝি (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছোটন উপজেলার ভবানীপুর দক্ষিণ কালিয়া গ্রামের আবু মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাজু মাঝির ট্রলার নিয়ে ভবানীপুর মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অন্য জেলেদের সঙ্গে মাছ শিকার করছিলেন ছোটন। এসময় ট্রলারের ইঞ্জিনে তার গায়ের চাদর পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫