জামালপুর: জামালপুরে স্বাধীন (১৪) নামে এক কিশোরকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন-সাদ্দাম হোসেন (২০), সেতু (১৮), ফজলে রাব্বী (২০), জাকির হোসেন (২৪) ও মিরান (২২)। তাদের বাড়ি জামালপুর সদরের সকাল বাজার এলাকায়।
স্বাধীন সকাল বাজার এলাকার পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ মার্চ ওই পাঁচজন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে স্বাধীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেন। পারিবারিক শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট: ১৪০০