ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জহিরুল ইসলাম দৌলতখান বাজারের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রড কাটার কাজ করছিলেন।
এসময় বৈদ্যুতিক তার শরীরে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫