ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রংপুরের মিঠাপুকুর এলাকায় গত ১৪ জানুয়ারি রাত ১টার দিকে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম (৩৫) ।



মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে ক্যান্টনমেন্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী নূরে আলম তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে। বর্তমানে তারা মিরপুর-১৪ এর কাফরুল সেনাপল্লী এলাকায় বসবাস করছেন।

তিনি আরও জানান, ১৪ জানুয়ারি আত্মীয়দের সঙ্গে তারা দেশের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন। মিঠাপুকুর এলাকায় অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় তার স্ত্রীসহ আত্মীয়দের সবাই কমবেশি দগ্ধ হন। এ ঘটনায় দগ্ধ তার অপর তিন আত্মীয় এরই মধ্যে মারা গেছেন বলেও নূরে আলম জানান।  

ক্যান্টনমেন্ট থানান এসআই মিসবা উল হক বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।