ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বরিশালে শহীদ আসাদ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ৬৯ গণঅভ্যুথানে শহীদ আসাদ দিবস উপলক্ষে বরিশালে আসাদ পরিষদের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে অশ্বিনী কুমার হলের সামনে পুস্পস্তবক অর্পণ করেন বরিশাল জেলা শাখা শহীদ আসাদ পরিষদ, গণফোরাম, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।



৪৬তম এ আসাদ দিবসে মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে অবিলম্বে ঢাকার চাংখা’র পুলে নির্মাণাধীন আসাদ ও ৬৯ এর স্মারক নির্মাণ সমাপ্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে।

আরও বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য খান আলতাফ হোসেন ভুলু, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল, নজরুল হক নীলু, অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।