ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের হরিসভায় অটোবাইক উল্টে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ফরিদপুরের হরিসভায় অটোবাইক উল্টে চালক নিহত

ফরিদপুর: শহরের হরিসভা এলাকায় নিজের অটোবাইক উল্টে সাত্তার প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি চরভদ্রাসন উপজেলার চরযোদ্ধা ঢালারপাড় এলাকার বাসিন্দা ছিলেন।



পুলিশ সূত্র জানায়, নিজ এলাকা থেকে ফরিদপুর শহরে আসার পথে চালক সাত্তার প্রামানিকের অটোবাইকটি হরিসভা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মারাত্মক আহত হন তিনি।

পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।