ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে রাজনৈতিকভাবে এ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্লাটফর্ম ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অরগানাইজেশনস (এফবিএইচআরও)।
মঙ্গলবার (জানুয়ারি ২০) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে এফবিএইচআরও’র আহবায়ক ড. মো. শাহজাহান জানান, চলতি মাসের ৫ তারিখ থেকে রাজনৈতিক সহিংসতায় এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৭ শতাধিক। পোড়ানো হয়েছে ২ শতাধিক গাড়ি, ভাঙচুর করা হয়েছে ৭শ’র বেশি যানবাহন।
রাজনৈতিক সহিংসতার কারণে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন বর্তমান পরিস্থিতির নিন্দা জানিয়েছে। দেশের মানবাধিকার সংগঠনসহ সুশীল সমাজ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে এ অবস্থার অবসানের জন্য কার্যকর সংলাপের কথা বলেছে।
সংকট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার জন্য আহবান জানিয়েছে এফবিএইচআরও। রাজনৈতিক দলগুলোর প্রতিও একই আহ্বান জানানো হয়।
সহিংসতায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানের জন্য সরকারকে কাছে আবেদন জানায় এফবিএইচআরও।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি সৈয়দ আবু কাউসার মো. দবিরুশ্বান, ইন্টারন্যাশনাল ইনিস্টিটিউট ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডি’র) উপদেষ্টা ড. আনিসুজ্জামান, বিএইচআরবি’র উপদেষ্টা ডা. মির্জা মাজহারুল ইসলাম, সামাজিক আন্দোলন সংস্থার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির হিরু, ব্লাস্ট’র পরিচালক মো. রেজাউল করিম, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’র প্রেসিডেন্ট রবীন্দ্র ঘোষ, বাংলাদেশ আইন অধিকার সংস্থার সভাপতি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫