ঢাকা: রাজধানীর গুলশান-১ এর নিকেতন থেকে মাসুম (১৩) নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দোকানটির পাশের একটি গলিতে মাসুমের ঝুলন্ত লাশ দেখতে পান দোকান মালিক জাহের মিয়া।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মাসুম নেত্রকোনা সদর উপজেলার জাবেদ আলীর ছেলে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, দোকান মালিক জাহের মিয়া সকালে দোকানে এসে গলির মধ্যে প্লাস্টিকের রশিতে মাসুমের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলেও জানান এসআই জয়নাল আবেদীন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫