রাজবাড়ী: রাজবাড়ীতে সমাজসেবা অধিদপ্তরে উদ্যোগে ৩০ জন দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ও মেধাবী ছাত্রদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান প্রদান করা হয়।
বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার প্রামাণিক, শহর সমাজসেবা কর্মকর্তা মাজাহারুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. মাজেদ আলী প্রমুখ।
এ সময় ১৫ জন ক্যান্সার ও লিভার সিরোসিস আক্রান্ত রোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে এবং ১৫ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর প্রত্যেককে ১ হাজার টাকার চেক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫