ঠাকুরগাঁও: তৃতীয় দফায় ঠাকুরগাঁওয়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। উত্তর থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে কাবু হচ্ছে দুস্থ ও ছিন্নমূল মানুষ।
সেই সঙ্গে ঘনকুয়াশায় হাঁড় কাপানো শীতে এ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার সারাদিন দেখা মেলেনি সূর্যের মুখ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ১৫ ডিগ্রি সেলসিয়াস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ভূপেশ কুমার মণ্ডল তাপমাত্রার তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘনকুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইতে থাকায় তাপমাত্রা কমছে।
অনেকে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছে। বৈরি এ আবহাওয়ার কারণে দিনমুজুর নিদারুণ দুর্ভোগে পড়ে।
এদিকে, হঠাৎ করে শীতের মাত্রা বেড়ে যাওয়ায় ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে।
সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, ২৪ ঘণ্টায় শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে শতাধিক শিশু সহ নানা বয়সের নারী-পুরুষ ভর্তি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫