লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বসুদোহিতা গ্রামে মো. রাসেল (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে বাসুদোহিতা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে বাড়ির সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।
আহত রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় ভল্লবপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
স্বজনরা জানায়, সোমবার রাত ৮টার দিকে রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ভোরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় বাসুদোহিতা এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পরিবারে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় রাসলকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫