ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর বাঘায় ১৪৪ ধারা জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
রাজশাহীর বাঘায় ১৪৪ ধারা জারি ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর বাঘা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার এ নিষেধাজ্ঞা জারি করেন।



মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ১৪৪ ধারা অব্যাহত থাকবে জানিয়ে পুলিশের পক্ষ থেকে পৌর এলাকায় মাইকিংও করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণকারী একটি পক্ষ ভুয়া ভোটার তৈরির অভিযোগ আনেন। একই সঙ্গে তারা নির্বাচনে সহিংসতা হতে পারে উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।

সহিংসতা এড়াতে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।