ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় অ্যাসিড সন্ত্রাসের শিকার ৮ জনকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ভোলায় অ্যাসিড সন্ত্রাসের শিকার ৮ জনকে সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় অ্যাসিড সন্ত্রাসের শিকার দগ্ধ ৭ নারী ও এক পুরুষকে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিল ভোলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা এ সহায়তা দেন।



এ সময় ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, বাংলাবাজার ফাতেমা কলেল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মঈনুল হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাসিড দগ্ধরা হলেন- চরফ্যাশন উপজেলার মোশারেফ হোসেনের স্ত্রী সুরমা আক্তার, একই উপজেলার আসমত আলীর স্ত্রী জরিনা খাতুন, খোরশেদের স্ত্রী বকুল বেগম, লালমোহন উপজেলার মৃত ইয়াসিনের স্ত্রী আয়শা ও মেয়ে আখি বেগম, একই উপজেলার মৃত ছায়েদুল স্ত্রী কতবানু বেগম, চরফ্যাশনের আ. হাসেমের ছেলে রায়েয়া ও হাসেম।

সরকারিভাবে এদের মোট ৯৭ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।