নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে তেলবাহী ট্যাংক লরির ধাক্কায় আহমদি বেগম (৩৫) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরঞ্জের মৌচাক এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আহমদি বেগমের স্বামীর নাম আবু বক্কর।
স্থানীয়রা জানান, পদ্মা পেট্রোলিয়াম লিমিটেডের একটি তেলবাহী ট্যাংক লরি জ্বালানি নিয়ে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। লরিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় লরির ধাক্কায় শিশুসহ এক নারী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে আহমদি বেগমের মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, ট্যাংক লরিতে ৯হাজার লিটার জেট ফুয়েল ছিল। দুর্ঘটনার পর চালক ও হেলপারকে পাওয়া যায়নি।
তবে পথচারী নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫