ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

ঢাকা: চলতি বছরের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস মঙ্গলবার (২০ জানুয়ারি) শুরু হয়েছে।

এ দিন বিকেল ৪টা ৪০মিনিটে  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।



অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর রয়েছে।
এরপরই থাকছে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম এ  অধিবেশন শুরু হয়।
বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি নির্বাচনের পর দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচন বর্জন করায় প্রথমবারের মতো বিরোধী দলের আসনে আসীন হয় জাতীয় পার্টি (জাপা)।

যদিও শুরু থেকেই বিরোধী দলের ভূমিকায় জাপা’কে বিভিন্ন সময় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এরশাদ-রওশনকে।  

একই সঙ্গে বিরোধী দল ও সরকারের মন্ত্রিসভার সদস্য হওয়ায় এ সমালোচনা যেন পিছু ছাড়ছে না তাদের।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।