ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় নীরেন চন্দ্র (২৭) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর বিসিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র রানীশংকৈল উপজেলার পারগু গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুবাহী ট্রাক্টর ঠাকুরগাঁও রোড এলাকা থেকে শহরের আসার পথে বিসিক শিল্পনগরী এলাকায় ওই বাইসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। পরে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক ও হেলাপার পালিয়ে গেছে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ক কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫