জাতীয় সংসদ ভবন থেকে: অধিবেশনে বিদ্যুতের মিটার রিডিং এ ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী।
এ প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ঘুষ দেন কেন?’
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অনুপস্থিতির কারণে তার পক্ষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, মিটার রিডারদের ঘুষ দিয়ে বিল কম করা হয়। এটা তো তাদের এক ধরনের সুযোগ করে দেওয়া।
প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন থেকে আর ঘুষ দেবেন না। প্রবাদেই আছে ঘুষ দেওয়া ও নেওয়া সমান অপরাধ। তাই আপনারা দেবেন না ওরাও নেবে না।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
** ৬ মাসের মধ্যে সম্প্রচার আইন
** চামড়া শিল্পনগরীতে ১৪৪টি ইউনিটের নির্মাণ কাজ শুরু
** ২০২১ সালের মধ্যে সব নাগরিক বিদ্যুৎ পাবে
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর