চাঁপাইনবাবগঞ্জ: সোনামসজিদ সীমান্তের ভারতীয় ভূখণ্ডে ও নো-ম্যান্সল্যান্ডের নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিলালপুরের বিপরীতে সোনামসজিদসহ ততসংলগ্ন সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকার আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১৮৪/১ এস হতে ৪ এস পর্যন্ত প্রায় ৭৫ একর জমিতে ২ বছর ধরে চলছিল নিষিদ্ধ পপিচাষ।
ভারতীয় ও বাংলাদেশের কতিপয় মাদক ব্যবসায়ী বাংলাদেশি সীমান্ত পিলার ঘেঁষে নো-ম্যান্সল্যান্ডে এবং ভারতীয় জমিতে এ পপিচাষে জড়িত।
গত বছর ফেব্রয়ারিতে গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ৯ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি তদন্ত করে বিজিবি-বিএসএফ এক সীমান্ত বৈঠকে নিষিদ্ধ পপি চাষ বন্ধের বিষয়ে আলোচনা হয়
দীর্ঘসূত্রতার পর হলেও অবশেষে দুই দেশের সে পতাকা বৈঠকটির ফলাফল পাওয়া গেল মঙ্গলবার সকালে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এ পপি ক্ষেত ধ্বংসের সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সোনামসজিদ কোম্পানি সদরের কোম্পানি কোমান্ডর সুবেদার শামসুর রহমান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন মোহদীপুর ক্যাম্প কমান্ডার এ সি বিশ্বাস।
এ ব্যাপারে সোনামসজিদ কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার সুবেদার শামসুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের দেশের স্বার্থে সমস্ত পপিক্ষেত পুরোপুরি ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫