ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাথায় আঘাত পাওয়া খোকন মিয়ার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
মাথায় আঘাত পাওয়া খোকন মিয়ার মৃত্যু

ঢাকা: কথা কাটাকাটির জের ধরে মারামারির সময় মাথায় আঘাত পাওয়া খোকন মিয়া(১৮)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত রোববার রাত ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডিএমপির মুগদা থানার অফিসার ইনচার্জ(ওসি)এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন।

খোকন মিয়ার খালাতো ভাই টুটুল ঢাকা মেডিকেলে বাংলানিউজকে বলেন, খোকন কসাইয়ের কাজ করতো। গত রোববার মানিকনগর আনন্দধারা ব্রিজ সংলগ্ন কুমিল্লা পট্টির সামনে স্থানীয় সোনাই মিয়া নামের একজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোনাই মিয়া তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে খোকনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।


খোকনের পিতা নুরুল ইসলাম মানিকনগরের চান্দা গলিতে পরিবার নিয়ে বসবাস করেন বলেও জানান টুটুল।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।