নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সরোয়ার জাহান বাবু (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চকগৌরী সড়কে চকভোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে জাফর (২২) ও হাসান (২০) নামে আরো ২ যুবক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সরোয়ার জাহান বাবু মান্দা উপজেলার দোডাঙ্গী গ্রামের বাসিন্দা আক্কাস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাবু তার মোটরসাইকেলে প্রতিবেশী যুবক জাফর ও হাসানকে নিয়ে দেলুয়াবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথে চকভোলাই মোড়ে বিপরীত দিকে থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বাবু।
মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে বাবুর মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫