রাজশাহী: রাজশাহীতে মানুষের তিনটি কঙ্কাল উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।
বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে চর মাজার দিয়াঢ় পোস্টের একটি বিশেষ টহলদল নগরীর রাজপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বাড়ি থেকে তিনটি কঙ্কাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কঙ্কালগুলো ভারত থেকে আনা হয়েছিল বলে জানান বিজিবি-এর এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫