মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়ে দুই জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের ভ্রাম্যমাণ আদালত ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহযোগীকে এ সাজার নির্দেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালেংগা গ্রামের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া আবুল হোসেন (৫২) ও তার সহকারী কায়েম উদ্দিন (৫৩)।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন ও এসআই শামছুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তারা জানান, বিকেলে দণ্ডপ্রাপ্তরা বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ধনবাড়ী বাজারের বিভিন্ন বেকারি দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করছিলেন। স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি অখ্যাত পত্রিকাসহ বিভিন্ন সংস্থার ৪/৫টি পরিচয়পত্র ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত গেজেটের কপি এবং অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫