সিলেট: ২০দলীয় জোটের চলমান অবরোধে নাশকতা এড়াতে মোটরসাইকেল আরোহীদের ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চৌকি বসিয়ে মোটরসাইকেল আরোহীদের তল্লাশি চালানো হয়েছে।
এখন থেকে অবরোধ চলাকালীন এই তল্লাশি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিন দেখা যায়, সিলেট নগরের সুরমা মার্কেট পয়েন্ট, তালতলা, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, সুবহানীঘাট, চৌহাট্টা, আম্বরখানা ও দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্বরে মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র ছাড়াও দেহে তল্লাশি চালায় পুলিশ।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, অধিকাংশ নাশকতামূলক কর্মকাণ্ড মোটরসাইকেলে ঘটনো হচ্ছে। ফলে নাশকতা রোধে এ অভিযান অব্যাহত রাখা হবে।
এ পর্যন্ত তল্লাশিকালে তিন যুবককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন বাংলানিউজকে বলেন, নাশকতা এড়ানোর জন্য নগরীতে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের তল্লাশি চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫