ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সংগঠন নিষিদ্ধের পক্ষে কূটনীতিকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সংগঠন নিষিদ্ধের পক্ষে কূটনীতিকরা

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো দলগুলোকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনীতিকদের ব্রিফিং শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।



পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মতের পক্ষে ওআইসি, সার্ক ও আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনীতিকরা রয়েছেন। গত ১৪ জানুয়ারি থেকে যে দেশের কূটনীতিকের সঙ্গেই সাক্ষাত হোক না কেনো, সবাই সন্ত্রাসী তৎপরতা চালানো সংগঠনগুলোকে নিষিদ্ধের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছেন।

একই সঙ্গে সংলাপ কিংবা সমঝোতা নিয়ে কূটনীতিকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে একই স্থানে সরকারের এক বছরের সাফল্য ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর কূটনীতিকদের (রাষ্ট্রদূত,  হাইকমিশনার বা দূতাবাস প্রধান) ব্রিফিং করেন মন্ত্রী।  

দিনের দ্বিতীয় দফায় ব্রিফিং করেন সার্ক ও আসিয়ান দেশগুলোর কূটনীতিকদের।

এর আগে ১৪ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ১৯ জানুয়ারি চীন, জাপান ও অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ব্রিফিং করেন এ এইচ মাহমুদ আলী।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।