ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে ভটভটি খাদে পড়ে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
শ্রীবরদীতে ভটভটি খাদে পড়ে ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন (৫০) নামে এক কাচাঁমাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝগড়ারচর এলাকায় টানা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।



নিহত ব্যবসায়ী আল আমিন শ্রীবরদী উপজেলার টিয়েরকান্দি গ্রামে মৃত আমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, বিকেলে জামালপুরের নিলক্ষিয়া হতে একটি ভটভটিতে করে ঝগড়ারচর হয়ে ইসলামপুর যাচ্ছিলেন ‍আল আমিন। পথে টানা ব্রিজের কাছে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন তরফদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন নিহতের স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।